Title
Work of Kalikapur Union Portal is over
Details
কালিকাপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদে কমপ্লেকস ভবন নাই । বর্তমান পরিষদ ক্ষমতায় আসার পর জমি সংক্রান্ত জটিলতা দুর করে ভবন নির্মান সংক্রান্ত প্রক্রিয়া অনুসরন পূর্বক প্রষাশনিক অনুমোদন পাইয়াছে। বর্তমানে টেনডার প্রক্রিয়াধীন রয়েছে। টেনডার প্রক্রিয়া শেষ হলে এ অঞ্চলের জনগনের বহুদিনের দাবি বর্তমার পরিষদের কমপ্লেকস ভবন নির্মান কাজ শুরু হবে।